Constitution of the People’s Republic of Bangladesh 1972, as amended to 2018
Head of State
  • English
    (1) There shall be a President of Bangladesh who shall be elected by members of Parliament in accordance with law.
    (2) The President shall, as Head of State, take precedence over all other persons in the State, and shall exercise the powers and perform the duties conferred and imposed on him by this Constitution and by any other law.
    ...
    (4) A person shall not be qualified for election as President if he -
    (a) is less than thirty five years of age; or
    (b) is not qualified for election as a member of Parliament; or
    (c) has been removed from the office of President by impeachment under this Constitution.
    ... (Art. 48)
  • Bengali
    (১) বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী সংসদ-সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন।
    (২) রাষ্ট্রপ্রধানরূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন এবং এই সংবিধান ও অন্য কোন আইনের দ্বারা তাঁহাকে প্রদত্ত ও তাঁহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করিবেন।

    (৪) কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, যদি তিনি-
    (ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন; অথবা
    (খ) সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন; অথবা
    (গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন।
    … (অনুচ্ছেদ ৪৮)
Links to all sites last visited 6 February 2024
3
Part III on Fundamental Rights.
4
Part III on Fundamental Rights.
5
Part III on Fundamental Rights.